শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

‘গাজার সর্বত্র ক্ষুধা’, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

‘গাজার সর্বত্র ক্ষুধা’, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

স্বদেশ ডেস্ক:

গাজায় জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) বলেছে, গাজার সর্বত্র ক্ষুধা বিরাজ করছে। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে এবং পবিত্র মাসে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রমজানের প্রাক্কালে ইসরাইলি বাহিনী দখলকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের আগে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার জন্য ইসরাইলকে দায়ী করে বলেছেন, ‘আমরা এমন চুক্তি চাই না যা গাজা যুদ্ধের স্থায়ী অবসান ঘটায় না।’

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের (আইসিজে) অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরাইল গাজা উপত্যকায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর শুরু হওয়া এ আক্রমণে অন্তত ৩১ হাজার ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৭২ হাজার ৬৬৫ জন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার হওয়া ৭২ শতাংশই শিশু ও নারী।

গাজায় ইসরাইলের এই আগ্রাসনের কারণে ৮৫ শতাংশ ফিলিস্তিনিকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। সৃষ্টি হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কট।

জাতিসঙ্ঘের মতে, ইসরাইলের

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877