স্বদেশ ডেস্ক:
কানাডার অটোয়ায় এক মা ও চার শিশুসহ এক পরিবারের ছয় সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কানাডার পুলিশ একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।
পুলিশ জানায়, নিহত ওই ছয়জন সম্প্রতি কানাডায় এসেছিলেন। নিহত সবচেয়ে কম বয়স্ক সদস্যের বয়স মাত্র তিন মাস।
হত্যার অভিযোগে ১৯ বছর বয়স্ক শ্রীলঙ্কার এক ছাত্রকে আটক করা হয়েছে। তিনি পরিবারটির সাথে বসবাস করতেন।
অটোয়ার পুলিশপ্রধান বৃহস্পতিবার বলেন, এ ধরনের খুনের কোনো অর্থই নেই। পুরোপুরি নির্দোষ লোকদের হত্যা করা হয়েছে।
জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরেছে। বাড়ির ভেতরে ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন আসামিকে আটক করা হয়েছে। তাদের সবাইকে ধারাল অস্ত্র দিয়ে অস্ত্র করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অটোয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় খুনের ঘটনা।
সূত্র : বিবিসি