স্বদেশ ডেস্ক:
দীর্ঘ ৯ মাস পর ইউক্রেন অভিযানে বড় সাফল্য পেয়েছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তারা বলছে, তাদের সৈন্যরা ১০০০ কিলোমিটার (৬২০ মাইল) ফ্রন্টলাইনে ৮ দশমিক ৬ কিলোমিটার (৫ দশমিক ৩ মাইল) অগ্রসর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তবে এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ কোনো মন্তব্য প্রকাশ করেনি।
গত চার মাস ধরে প্রতিদিন তিন দিক থেকে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলে ডনেতস্ক এলাকার আভডিভকা শহর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
রুশ রাষ্ট্রীয় সম্প্রচামাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, আভদিভকায় ইউক্রেনের পতাকা নামানো হচ্ছে। এবং রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন রুশ সৈন্যদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে উল্লেখ করেছেন।’