স্বদেশ ডেস্ক:
অভিযানে গিয়ে অভিযুক্তদের হাতে বন্দী হলেন এক নারী পুলিশ কর্মকর্তা। তাকেসহ চার পুলিশকর্মীকে টানাহ্যাঁচড়া করে ঢুকিয়ে দেওয়া হয় একটি ঘরে। পরে তাদের উদ্ধারে যায় পুলিশ বাহিনী। আজ সোমবার ভারতের ওড়িশার বালেশ্বর জেলার একটি থানায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার রাতে তালসারি থানার পরিদর্শক চম্পাবতী সোরেন তিন পুলিশকর্মীকে নিয়ে এলাকা টহল দিতে বেরিয়েছিলেন। উদয়পুরে একটি বাড়িতে বড়সড় জুয়ার আসর বসেছে বলে খবর পান তারা। চম্পাবতী পুলিশকর্মীদের নিয়ে সেখানে হানা দেন। হাতেনাতে জুয়াড়িদের ধরেন তারা। কিন্তু পুলিশকে দেখেই ওই জুয়াড়িরা চিৎকার চেঁচামেচি করে আরও লোক জড়ো করেন। এর পর পুলিশকে ঘিরে ধরে হেনস্থা শুরু করেন তারা।
এক পর্যায়ে কর্তব্যরত ওই নারী কর্মকর্তার গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ রয়েছে। তাকে ঠেলে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। একই দশা হয় তিন পুলিশকর্মীরও। অনেকক্ষণ পর থানায় খবর যায়। তার পর চন্দনেশ্বর আউটপোস্ট এবং ভোগরাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার করে তাদের।
ওই ঘটনা প্রসঙ্গে জলেশ্বরের এসডিপিও দিলীপ সাউ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, এক ইন্সপেক্টর এবং পুলিশকর্মীদের হেনস্থা করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারা কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে আটকে রাখেন। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করা হচ্ছে। তদন্ত চলছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার জানিয়েছে, ইতিমধ্যে ওই এলাকার ২০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত কি না, তদন্ত করে দেখা হচ্ছে।