মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় বিশ্বের ‘বৃহত্তম একদিনের নির্বাচন’ শুরু

ইন্দোনেশিয়ায় বিশ্বের ‘বৃহত্তম একদিনের নির্বাচন’ শুরু

স্বদেশ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। আকারে এটি বিশ্বের বৃহত্তম একদিনের নির্বাচন। ভোট দিচ্ছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশটির ২০ কোটিরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইন্দোনেশিয়া আকারে বিশাল দেশ। অন্তত ১৭০০ দ্বীপ নিয়ে গঠিত। ১৫০টিরও বেশি ভাষা প্রচলিত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান এই দেশটিতে। বিবিসি জানিয়েছে, এক প্রান্ত থেকে যদি শুরু করে পুরো ইন্দোনেশিয়া ভ্রমণ করলে তা ইউরোপ ভ্রমণের সমান হয়ে যাবে।

দেশটিতে তিনটি টাইম জোন রয়েছে। প্রতিটি জোনেই ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়। ভোট কেন্দ্রগুলোকে ব্যালট পেপার ও ব্যাল্ট বাক্স নেয়া হয় ঘোড়ার গাড়ি, নৌকা ও মোটার সাইকেলে করে। আরও কিছু প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটেও সেগুলো পৌঁছে দেওয়া হয়।

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ছাড়াও প্রায় ২০ হাজার জাতীয়, প্রাদেশিক ও আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচন করবে ভোটাররা। দেশটির পার্লামেন্টের ৫৮০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮টি রাজনৈতিক দলের অন্তত ১০ হাজার প্রার্থী।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে জাতীয় নির্বাচন হয় কয়েক সপ্তাহ ধরে। কিন্তু ইন্দোনেশিয়ায় হয় একদিনে। সে কারণেই একে একদিনের নির্বাচন বলে। ২০১৯ সালে নির্বাচনী কাজের চাপে মারা গেছে অন্তত ৮১৯ জন কর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877