স্বদেশ ডেস্ক:
নির্বাচন হয়ে যাওয়ার দু’দিন পরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত বছর ৯ই মে দাঙ্গার সঙ্গে সংশ্লিষ্ট ১৩ মামলায় জামিন দিয়েছে রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতা শাহ মেহমুদ কুরেশিকে জামিন দিয়েছে ১৩ মামলায়। ইমরান খানকে সেনাবাহিনীর সদর দপ্তরে এবং সেনা মিউজিয়ামে হামলার মামলায় জামিন দিয়েছে আদালত। সঙ্গে সঙ্গে ১২টি মামলায় তাকে এক লাখ রুপির বন্ড দিতে বলা হয়েছে। সন্ত্রাস বিরোধী বিচারক মালিক এজাজ আসিফ জামিন আবেদনের শুনানি করেন। আদালত তার রায়ে বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করে রাখার কোনো যৌক্তিকতা নেই। ৯ই মের ওই মামলায় সবাই জামিনে আছেন। এই মামলায় ইমরান খান ও কুরেশিকে অভিযুক্ত করা হয় ৬ই ফেব্রুয়ারি। শনিবার জামিন আবেদনের সময় তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় ইমরান খান বিচারকের কাছে বলেন, ৯ই মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।
৯ই মের সহিংসতায় বেশ কয়েকটি মামলা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। তাকে জামিন দেয়ার নির্দেশ দিলেও তিনি এখনই জামিনে বের হতে পারবেন কিনা তা পরিষ্কার নয়।