স্বদেশ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ক্ষমা চেয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। মির্জা ফখরুল, আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ আমাদের সঙ্গে থাকলেও রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু করতে পারছি না।’
তিনি বলেন, ‘সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে। অথচ তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি।’
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসায় হামলা করেছেন এটা দেশের মানুষ বিশ্বাস করে না। এসব হামলা-মামলা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও ক্রোধ। এই সরকারকে তাই বিশ্বাস করা যায় না।’
আওয়ামী লীগের সমালোচনা করে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণের চিন্তা করে না, তারা দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত। যারা মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করে, তাদের পদত্যাগ করা উচিত। এই সরকার জনগণের ভোটের সরকার নয়।’
তিনি বলেন, ‘তারা (সরকার) একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলে, অন্যদিক সিন্ডিকেট করে। সিন্ডিকেটের টাকায় কানাডায় বাড়ি বানানো হয়। অথচ দেশের মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, মাংস খেতে পারে না। এসবের বিরুদ্ধে কথা বললে আগুন সন্ত্রাসের উপাধি দেওয়া হয়।’