রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

তালাবদ্ধ ঘরে মিলল বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ

তালাবদ্ধ ঘরে মিলল বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ

স্বদেশ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা ফ্ল্যাটের সদর দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে।

নিহতরা হলেন— তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহতের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিকল্পিত ভাবে হত্যাকারীরা গোপনে ফ্লাটে প্রবেশ করে তাদের হত্যার পর ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের কোনো খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

তাড়াশ থানার ওসি ( তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ফ্লাটের সদর দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তারা দেখতে পায় তাদের মরদেহ বিছানা ও মেঝেতে পড়ে আছে। তাদের গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্বজনদের ধারণা রবিবার রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।  এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877