রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূসের ব্যাপারে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূসের ব্যাপারে যা বলল যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যুক্তরাষ্ট্রের চাওয়ার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটি।

বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি একথা জানিয়েছেন।

ব্রিফিংয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ডের বিষয়টিও উঠে এসেছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন এবং এ বিষয়ে মার্কিন মনোভাব সম্পর্কে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে দু’টি প্রশ্ন করব। বাংলাদেশে একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে। নির্বাচনে যেভাবে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হয়েছে তাতে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। দ্য গার্ডিয়ান এই নির্বাচনটিকে ‘বিরোধীদের ওপর নির্মম ক্র্যাকডাউন’ হিসেবে চিহ্নিত করেছে। এবং ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ’।

তিনি আরো বলেন, এর আগে আপনি বলেছিলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যা করা দরকার আপনারা তাই করবেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের আগে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন। বাইডেন প্রশাসনের গণতন্ত্র বিকাশের চেষ্টা বাংলাদেশে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে বলে যে উদ্বেগ সামনে এসেছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী?

জবাবে জন কিরবি বলেন, আমরা এখনো বিশ্বব্যাপী কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশাও রয়েছে।

এরপর ওই সাংবাদিক নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেয়া কারাদণ্ডের বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। নববর্ষের প্রথম দিনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রায় দেয়া হয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের অসাধারণ অবদান রয়েছে। তাকে কারাদণ্ড দেয়ার বিষয়টিসহ প্রেসিডেন্ট বাইডেন কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত?

জন কিরবি এই প্রশ্নের উত্তর দেনটি। শুধু প্রশ্নটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877