শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শপথ নিলেন সাদ এরশাদ

স্বদেশ ডেস্ক:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে সাদ এরশাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  এ সময় শপথ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ১৭৫ নম্বর আসন থেকে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পান ১৬ হাজার ৯৪৭ ভোট।  নির্বাচনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

প্রসঙ্গত, প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877