স্বদেশ ডেস্ক:
সোমালিয়া উপকূলে হাইজ্যাকের কবলে পড়েছে ভারতীয় এক কার্গো জাহাজ। তাদের উদ্ধারে রওনা দিয়েছে নৌবাহিনীর এক রণতরী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে থেকে এই পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। তবে কারা এই অপহরণ কাণ্ডের পেছনে রয়েছে, তা এখনও জানা যায়নি।
অপহৃত জাহাজটিকে পর্যবেক্ষণের জন্য নজরদারি এয়ারক্র্যাফ্টও মোতায়েন করা হয়েছে। জাহাজের ক্রু সদস্যদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। জাহাজটিতে ১৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে।