শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

রাশিয়ার বোমার আঘাতে নতুন বছর শুরু ইউক্রেনের

রাশিয়ার বোমার আঘাতে নতুন বছর শুরু ইউক্রেনের

স্বদেশ ডেস্ক:

দুদিন আগেই ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এরপর রাশিয়ায় পাল্টা আঘাত করে ইউক্রেন। পরে ওই হামলার খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া।

ওই হুঁশিয়ারির পর রোববার পুনরায় কিয়েভ ও খারকিভে হামলা চালালো রাশিয়া। খবর বিবিসির।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, নতুন বছরের প্রাক্কালে রাশিয়া ইউক্রেনের ওপর নতুন করে আবারও বোমাবর্ষণ করেছে। রাজধানী কিয়েভের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে দেশটি। এতে খারকিভের আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

কিয়েভের আশপাশের অঞ্চলেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে শনিবার গভীর রাতেও সক্রিয় ছিল বলে এ অঞ্চলের সামরিক প্রশাসন তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে জানিয়েছে।

অবশ্য হামলার মাত্রা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত খারকিভ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনগুলোতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

শনিবারও রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে কমপক্ষে ২১ জন আহত হন। তেরেখভ বলেছেন, নববর্ষের প্রাক্কালে রুশরা আমাদের শহরকে ভয় দেখাতে চায়, কিন্তু আমরা ভয় পাই না – আমরা অটুট এবং অজেয়!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877