স্বদেশ ডেস্ক:
অভিনেতা-অভিনেত্রীদের সবসময়ই অনুসরণ করেছেন অনুরাগীরা। তারকা সন্তানদেরও ফলো করা বাদ যায় না। যদি তারকা সন্তানরা অভিনয়ে নজর দেন তাহলে তো কথায় নেই। এমনটি ঘটেছে শাহরুখ খান কন্যা সুহানা খান ও অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যাকে নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে সুহানা খান অভিনীত ‘দ্য আর্চিস’। জোয়া আখতারের এই ছবি দিয়ে পর্দায় অভিষেক হয় এই তারকা সন্তানের। ছবিটি মুক্তির পর থেকেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই সুহানার কাঁচা অভিনয়ের সমালোচনা করেছেন। সেই রেশ কাটার আগেই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে অভিনয় করে প্রচারের আলোয় এসেছেন আরাধ্যা বচ্চন। সবাই একবাক্যে স্বীকার করেছে, বচ্চন পরিবারের নাম রাখবেন আরাধ্যা।
যদিও তার উচ্চারণ নিয়ে সমালোচনা করেছেন কিছু নেটিজেন। তাদের দাবি, নকল মার্কিনি উচ্চারণ শোনা গেছে তার মুখে। ঠিক যেমন তার মা ঐশ্বরিয়া করে থাকেন। একইসঙ্গে প্রশংসিত তার চরিত্র অনুযায়ী সাজপোশাকের। কপাল ছোঁয়া চুলের ‘ব্যাং’ সরতেই ঝলমলিয়ে উঠেছে আত্মবিশ্বাসী এক তরুণী। যাকে দেখে মুগ্ধ সবাই। দর্শকের চেয়ারে বসে উচ্ছ্বসিত ঐশ্বরিয়া। এদিকে আরাধ্যার অভিনয়ের সঙ্গে সুহানার অভিনয়ের তুলনা করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, সুহানার চেয়ে ছোট আরাধ্যা। তবে ছোট হলেও সুহানার চেয়ে শতগুণ ভালো অভিনেত্রী আরাধ্যা। এমন তুলনার ঘটনায় অস্বস্তিতে পড়েছেন কিং খান কন্যা সুহানা।