বুধবার, ১৫ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তুরস্কে চিকিৎসা নিচ্ছেন সহস্রাধিক হামাস সেনা: এরদোয়ান র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা জানালেন ডোনাল্ড লু বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে নিপুণের রিট ‌বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে দাবানল হোটেল-রেস্তোরাঁয় ‘বিশেষ ডিসকাউন্ট অফার’ বিষয়ে যা জানা যাচ্ছে ইসরাইলকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চাচ্ছেন বাইডেন ইসরাইলি বাহিনীর ওপর সাহসী হামলা চালাচ্ছে হামাস উখিয়ায় লাল পাহাড়ে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২
লাল ফিতার ফাইলে আটকা পড়ছে নিউইয়র্ক পুলিশ

লাল ফিতার ফাইলে আটকা পড়ছে নিউইয়র্ক পুলিশ

স্বদেশ ডেস্ক:

খুব শিগগিরই লাল ফিতায় ফাইলে আটকে পড়তে পারে নিউইয়র্ক পুলিশ বিভাগ। প্রস্তাবিত একটি বিল যদি পাস হয়, তবে পুলিশকে বড় বড় অপরাধ নিয়ে কাজ করার বদলে অতি সাধারণ বিষয় নিয়ে লাখ লাখ ফাইল বানাতে ব্যস্ত থাকতে হবে আর ব্যাপক ওভারটাইম বিল পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

সিটি কাউন্সিলের মাধ্যমে বর্তমান এগুতে থাকা আইনটিতে পর্যটকদের যাত্রাপথ কিংবা অসুস্থ ট্রেনযাত্রীর সেবায় নিয়োজিত ব্যক্তির ব্যাপারে তথ্য পূরণে নিয়োজিত থাকতে হবে পুলিশকে।

এছাড়া লোকজনের বর্ণ, বয়স, জেন্ডার ইত্যাদির মতো তথ্যও সংযুক্ত করতে হবে। বিলটির সমর্থকেরা বলছেন, এই বিলটি কার্যকর করা হলে বর্ণগত সমস্যা সমাধানে সহায়ক হবে। তবে সমালোচকেরা বলছেন, এর ফলে ব্যাপক ও ব্যয়বহুল পেপারওয়ার্কের পথ সৃষ্টি করবে।
স্ট্যাটেন আইল্যান্ডের ডিস্ট্রিক্টের মাইক ম্যাকমাহন বলেন, ‘এই বিল পুলিশ সদস্যদের চাকরি আরো কঠিন করবে, আমাদের নগরী আরো কম নিরাপদ হবে।’

তিনি বলেন, বিলটি পাস হলে পুলিশ সদস্যদেরকে রাস্তা এবং এলাকায় টহল দেয়ার বদলে অন্য কাজে ছুটতে হবে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস প্রশাসনও বিলটির বিরোধিতা করছে। এছাড়া সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটনও একে গ্রহণযোগ্য মনে করছেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877