বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

লন্ডন প্রবাসী হাজী ইকবাল হোসেনের সাথে নিউইয়র্ক প্রবাসী মৌলভীবাজারবাসীদের মতবিনিময়

লন্ডন প্রবাসী হাজী ইকবাল হোসেনের সাথে নিউইয়র্ক প্রবাসী মৌলভীবাজারবাসীদের মতবিনিময়

স্বদেশ ডেস্ক:

লন্ডন প্রবাসী, বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও সমাজসেবী হাজী ইকবাল হোসেনের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষ্যে প্রবাসী মৌলভীবাজারবাসীরা মতবিনিময় সভা করেছেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ গত ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে। এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।অনুষ্ঠানে টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রফিক উদ্দিন চৌধুরী রানা, আবু সুফিয়ান, সৈয়দ জুবায়ের আলী, মিয়া মোহাম্মদ আফজাল, শাহীন কামালী, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, আসাদুল গণি আসাদ, মইনুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হাজী ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877