শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের সাথে বিএনপির ভার্চুয়াল বৈঠক

ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের সাথে বিএনপির ভার্চুয়াল বৈঠক

স্বদেশ ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ মিশন সদস্যদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ পাঁচ সদস্য প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দসহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধী দলের সাম্ভাব্য প্রার্থীসহ শত শত নেতাকর্মীকে ফরমায়েসী সাজা প্রদানের মতো দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচনী প্রহসনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877