স্বদেশ ডেস্ক:
গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫,২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ৪০ হাজারের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭০ ভাগই নারী ও শিশু। এছাড়া ৪০ হাজারের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইল গাজার হাসপাতালগুলোতে আঘাত হানায় সেগুলো পরিষেবার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ফলে আহতদেরকে মাটিতেই চিকিৎসা দেয়া হচ্ছে।
আলজাজিরা জানিয়েছে, গাজায় ১৩০টি হাসপাতালে হামলা করে ইসরাইল। এর মধ্যে অন্তত ২০টি হাসপাতাল পরিষেবার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ওসব হাসপাতালের অন্তত ৩১ জন স্বাস্থ্যকর্মীকে আটক করে তারা। এরপর অনাহার ও অমানুষিক নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া গাজাজুড়ে অন্তত ২৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।
সূত্রে আরো জাাননো হয়েছে, গাজার হাসপাতালে চিকিৎসার অভাবে প্রতিদিনই অনেক আহত মানুষ মারা যাবে।
সূত্র : আলজাজিরা