স্বদেশ ডেস্ক:
ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১২ থাই ও ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দিয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেয়া হয় বলে মিসরীয় রাষ্ট্রীয় তথ্য সেবা সূত্রে জানা গেছে।
জানা গেছে, মিসরের মধ্যস্থতায় হামাসের হাতে বন্দী থাইল্যান্ডের ১২ এবং ইসরাইলের ১৩ নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এদিকে, তাদের ১২ জন নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনও।
তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, থাই সরকার নিশ্চিত হতে পেরেছে যে, হামাস তাদের হাতে বন্দী ১২ থাই নাগরিককে মুক্তি দিয়েছে।
উল্লেখ্য, চার দিনের যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল-হামাস যুদ্ধ চলছে। এর ৪৮তম দিনে এসে যুদ্ধবিরতি কার্যকর হলো।
সূত্র : আলজাজিরা