রবিবার, ২৬ মে ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

তানজিন তিশা কেন ডিবিতে, জানালেন হারুন

তানজিন তিশা কেন ডিবিতে, জানালেন হারুন

স্বদেশ ডেস্ক:

টানা কয়েক দিন ধরে আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। এর মধ্যেই তার পুরোনো একটি ফোনালাপ গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ সোমবার বিকেলে সেই অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে যান তিনি।

তানজিন তিশা কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, সে বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার আয়োজিত সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ বলেন, ‘কোনো ব্যক্তিগত বিষয়ে প্রচারের ক্ষেত্রে আমাদের সকলের একটু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সেটা নারী হোক বা পুরুষ। কী ঘটনা ঘটেছে আমরা জানি না। তদন্ত করে পরবর্তীকালে জানানো হবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরাও দেখছি আপনারাও দেখছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অনলাইনে খবর প্রকাশিত হয়, যা আমি সমর্থন করি না। আমাদের সবার ঘরে মা-বোন রয়েছে। তদন্ত ছাড়াই কোনো নারীর ব্যক্তিগত বিষয়ে অনলাইনে প্রকাশ না করাই ভালো, তবে এখানে কী ঘটনা ঘটেছে, তা তদন্ত করে বের করব।’

সাংবাদিকের নামে তিশা কোনো অভিযোগ দিয়েছেন কি না, জানতে চাইলে ডিবির হারুন বলেন, ‘তিনি (তানজিন তিশা) আমাদের কাছে কোনো সংবাদিকের নামে অভিযোগ করেননি। তবে এটা বলেছেন একজন ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুলিশের গোয়েন্দা বিভাগে গুরুত্বপূর্ণ দুই সাইবার ইউনিট রয়েছে। সাইবার উত্তর ও দক্ষিণ। সেখানকার স্মার্ট অফিসাররা তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে থাকেন। যে কারণে দেখবেন যারাই সাইবার বুলিংয়ের শিকার হন তারা এখানে আসেন। এই অভিনেত্রী আমাদের কাছে এসেছেন। তার বিষয়টা আমরা শুনেছি। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমরা সাইবার নর্থকে তদন্তের জন্য দিয়েছি। তদন্ত করে ওনারা আমাকে জানাবেন।’

এর আগে গত বুধবার মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যা চেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সেই বিষয়টি নিয়েই অভিনেত্রী মোবাইলে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। আইনি প্রভাব খাটানোর কথা বলে হুঁশিয়ারিও দেন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ফেসবুক পোস্টের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান।

এদিকে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর একদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিশা। এরপর বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি।

তিশা জানান, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় তিনি বমি করতে থাকেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করা হয়।

তবে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। সম্পর্কের কথা স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি। রেখে দেন রহস্য। বলেন, ‘ফারহানের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত। সেসব নিয়ে কোনো কথা বলব না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877