সোমবার, ১৭ Jun ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

গুজরাতের গেমিং জোনে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ২৫

গুজরাতের গেমিং জোনে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ২৫

স্বদেশ ডেস্ক:

ভারতের গুজরাত রাজ্যের রাজকোটের ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বাড়ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গেমিং জোনের আগুনে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। শনিবার বিকেলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। ঘটনাস্থলের মারা যান উপস্থিত একাধিক মানুষ। উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা।

পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, ‘মৃতদেহগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন।’ রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ টিআরপি গেমিং জোনে আগুন লাগে। উদ্ধারকাজ চলছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যত বেশি সম্ভব মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, যখন আগুন লাগে তখন সেখানে বিপুলসংখ্যক মানুষের সাথে শিশুরাও উপস্থিত ছিল। রাজকোটের কালেক্টর প্রভাব যোশী জানিয়েছেন, সাড়ে ৪টা নাগাদ গেমিং জোনে আগুন লাগার খবর আসে দমকলের কাছে, আগুন লাগার পরেই গেমিং জোন ভেঙে পড়ে। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার নির্দেশ দিয়েছেন।
সূত্র : নিউজ ১৮

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877