স্বদেশ ডেস্ক: তীব্র মন্দার মধ্যে দিয়ে চলছে ভারতীয় অর্থনীতি। যার প্রভূত প্রভাব পড়েছে গ্রাহকদের আত্মবিশ্বসে। গত সেপ্টেম্বরে এদেশের গ্রাহক গ্রাহকদের আত্মবিশ্বাস ৬ বছরের মধ্যে তলানিতে এসে ঠেকেছে বলে জানাল ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)। কর্মসংস্থান, আয় এবং অনত্যাবশ্যক খরচে মন্দার ধাক্কা গ্রাহকদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে বলে আরবিআইয়ের সাম্প্রতিকতম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে আরবিআই। গত সেপ্টেম্বরে গ্রাহকদের আত্মবিশ্বাস হ্রাস পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতি সূচক বা কারেন্ট সিচুয়েশন ইনডেক্স (সিএসআই) এবং আগামী প্রত্যাশা সূচক বা ফিউচার প্রত্যাশা সূচক (এফএসআই) উভয়ই হ্রাস পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত জুলাইতে কারেন্ট সিচুয়েশন ইনডেক্স ছিল ৯৫.৭ শতাংশ। সেপ্টেম্বরে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮৯.৪ শতাংশে। ২০১৩ সালের সেপ্টেম্বরে এই সূচক ছিল ৮৮ শতাংশ। অত্যাবশ্যকীয় ক্ষেত্রে খরচে দেশবাসীর মধ্যে এখনও যথেষ্ট ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গিয়েছে। কর্মসংস্থান ঘিরে গ্রাহকদের মধ্যে ধারনা এবং প্রত্যাশায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যহত। জুলাইতে এই সংক্রান্ত সূচ্ক ছিল-১৩.১। সেপ্টেম্বরে তা আরওে কমে দাঁড়িয়েছে-২৫.৫। আরও উল্লেখযোগ্যভাবে ২০১৮ মার্চের পরে এই প্রথম আয় সম্পর্কেও গ্রাহকদের মধ্যে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। একইসঙ্গে আগামী বছরে আয় নিয়েও সাধারণ মানুষের মধ্যে হতাশার মনোভাব দেখা গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দেশের ১৩টি বড় শহরে ৫,১৯২ জনের উপরে এই সমীক্ষা চালিয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাংক। দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি বেঙ্গালুরু, ভোপালের মতো শহরেও এই সমীক্ষা চালানো হয়। এতে অংশগ্রহণকারীদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থানের চিত্র, জিনিসপত্রের দাম, ব্যক্তিগত আয় এবং খরচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গত এপ্রিল-জুল ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ। গত ৬ বছরের মধ্যে এই বৃদ্ধির হার সর্বনিম্ন।