শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

মায়াঙ্কের ডাবল সেঞ্চুরি

মায়াঙ্কের ডাবল সেঞ্চুরি

Mayank Agarwal of India celebrates his hundred during day 2 of the first test match between India and South Africa held at the ACA-VDCA Stadium, Visakhapatnam, India on the 3rd October 2019 Photo by Arjun Singh / SPORTZPICS for BCCI

স্বদেশ ডেস্ক:

দুর্দান্ত একটি ইনিংস খেললেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে করেছিলেন সেঞ্চুরি আর আজ দ্বিতীয় দিনে করলেন ডাবল সেঞ্চুরি। এটি তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট।

৩৫৮ বলে ২২টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় ডাবল সেঞ্চুরি করেন ২৮ বছর বয়সী মায়াঙ্ক।

এখন ব্যাট করছেন ২১১ রান নিয়ে। দলের সংগ্রহ ৪ উইকেটে ৪৩২ রান।

গতকাল টেস্টের প্রথম দিনে রোহিম শর্মার সাথে জুটি বেঁধে ব্যাট করতে নামেন মায়াঙ্ক। রোহিত সেঞ্চুরি করেন। আর মায়াঙ্ক ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন তিনি। আর রোহিত ১৭৬ রানে ফিরেন। কিন্তু মায়াঙ্ক ঠিকই তার স্বপ্ন পূরণ করেন। দ্বিশতক করে উদযাপন করেন ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877