শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

বাগদাদে কারফিউ জারি

স্বদেশ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে নয়জন নিহত হওয়ার দু’দিন পর এটি জারি করা হলো। খবর এএফপি’র।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি বিক্ষোভ দমনে স্থানীয় সময় ভোর ৫টা থেকে বাগদাদ জুড়ে যেকোনো বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। দেশে বেকারত্ব ও রাষ্ট্রীয় দুর্নীতি বেড়ে যাওয়ার প্রতিবাদ জানাতে দেশব্যাপী এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এএফপি’র এক ফটোগ্রাফার জানান, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু গাড়ি ও বেসামরিক লোকজনকে চলাফেরা করতে দেখা যায়। তবে ধর্মীয় নেতা মোক্তাদা আল-সদর সাধারণ ধর্মঘটের ডাক দেয়ায় সেখানে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় বাসিন্দারা সতর্কাবস্থা অবলম্বন করে।

ইন্টারনেট সংযোগ ব্যবস্থা প্রায় একেবারে বন্ধ করে দেয়ায় লোকজনের মধ্যে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877