স্বদেশ ডেস্ক:
প্রখ্যাত এক শিখ কানাডিয়ান নেতা হত্যা নিয়ে কানাডার তদন্তের সাথে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠককালে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
কানাডার শিখ নেতা হত্যা নিয়ে ব্যাপক আন্তর্জাতিক অনুসন্ধিৎসার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, শিখ নেতা হরদিপ সিং নিজ্জর হত্যায় ভারতের সম্পর্ক থাকার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ রয়েছে।
ট্রুডো বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেন যে তিনি মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন কানাডার অভিযোগটি জয়শঙ্করের কাছে উত্থাপন করবেন।
ট্রাডো বলেন, ‘বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারত সরকারের কাছে বিষয়টি উত্থাপনে আমেরিকানরা আমাদের সাথে আছে। কানাডার মাটিতে একজন কানাডার নাগরিককে ভারত সরকারের অ্যাজেন্টদের হত্যা করার বিশ্বাসযোগ্য অভিযোগটি হালকা কিছু নয়।’
শিখ নেতা নিজ্জারকে জুনে ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যঅ করা হয়। তিনি ভারতে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সোচ্চার সমর্থক ছিলেন। নয়া দিল্লি তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিল।
ব্লিনকেন ইতোপূর্বে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার কানাডার অভিোগ নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং ওয়াশিংটন এই ইস্যুতে ওটোয়ার সাথে সমন্বয় করছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কানাডার তদন্ত অগ্রসর হচ্ছে। কানাডিয়ানদের সাথে ভারতের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
নিজ্জার হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ নয়া দিল্লি পুরোপুরি অস্বীকার করেছে।
সূত্র : আল জাজিরা এবং অন্যান্য