সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বুর্জ খলিফায় ‘জওয়ান’

বুর্জ খলিফায় ‘জওয়ান’

স্বদেশ ডেস্ক:

বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’ নিয়ে ভক্তদের যেন উত্তেজনার শেষ নেই। অপেক্ষা আর মাত্র সপ্তাহ খানিকের, তারপরই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। তবে শাহরুখের সিনেমা মুক্তি পাবে আর দুবাইয়ে তার ঝড় উঠবে না, তা কখনো হয়! হয়ওনি।

আর তাই গতকাল সোমবার বুর্জ খালিফার দেওয়াল জুড়ে দেখা মিলল ‘জওয়ান’। আর সেই সিনেমা শেয়ার করেই শাহরুখ জানিয়ে দিলেন, আগামী ৩১ আগস্ট বুর্জ খলিফায় মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার। এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে শাহরুখ ভক্তদের উন্মাদনা।

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী সিনেমা জওয়ানের দিকে নজর ছিল সবার। ইতিমধ্যে সিনেমার ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। আর তাতেই উত্তাল শাহরুখ ভক্তরা। কিং খানের অ্যাকশন দেখতে মুখিয়ে রয়েছেন তারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই সিনেমা।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সিনেমায় একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। সিনেমার একটি জায়গায় ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা বদল করে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে।

‘পয়দা হোকে’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। সিনেমায় এনজিএসের রেফারেন্স দেওয়া হয়েছিল। তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এ খবর আগেই জানা গেছে। আগামী ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়।

সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এ ছাড়া সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি ও সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877