সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিলেন শাহরুখ

বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ দিলেন শাহরুখ

স্বদেশ ডেস্ক:

দেশের ৩২টি প্রেক্ষাগৃহে গেল শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেসময়েই কথা রটে, ভারতের পাশাপাশি একই দিন যেন বাংলাদেশেও মুক্তি দেওয়া হয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। ওদিন স্টার সিনেপ্লেক্সের সামনে শাহরুখ ভক্তরা দাঁড়িয়ে যান ব্যানার হাতে। মুক্তির দাবিতে স্লোগানও দেন তারা।

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা এই দাবিটি নজরে এসেছে স্বয়ং বলিউড বাদশাহ’র। ফাহিম আজিজ নামে এক ভক্ত টুইটে বাংলাদেশে মুক্তির দাবির বিষয়টি তুলে ধরেন। আর সেই টুইটে গতকাল শনিবার শাহরুখ খান নিজেই উত্তর দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ছেলেমেয়েরা।’ পরে শাহরুখ হ্যাশট্যাগ ‘জওয়ান’ লিখেছেন।

শাহরুখ ভক্তদের দাবি, এর আগে ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এবার যেন তা না হয়। তারা চায় ‘জওয়ান’ যেন একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হয়।

এদিকে, ‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। এর কর্ণধার অনন্য মামুন জানান, ‘জওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেওয়ার বিষয়ে তিনিও চেষ্টা করছেন।

উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলার ঘরনার ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। এর প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। পরিচালনায় আছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877