বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

বিবিসি, সিএনএন অফিসের সামনে কাশ্মিরিদের বিক্ষোভ

বিবিসি, সিএনএন অফিসের সামনে কাশ্মিরিদের বিক্ষোভ

স্বদেশ ডেস্ক

বিবিসি ও সিএনএনের অফিস ঘেরাও করেছে ভারত অধিকৃত কাশ্মিরের (জম্মু-কাশ্মির) স্বাধীনতাকামীরা। তাদের দাবি, প্রভাবশালী এই দু’টি গণমাধ্যমে কাশ্মির ইস্যুটি গুরুত্বের সাথে কাভারেজ দেয়া হচ্ছে না। বিক্ষোভের সময় তারা কাশ্মিরে চলমান সঙ্কট তুলে ধরতে আহ্বান জানান। বৃহস্পতিবার লন্ডনে বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে এবং মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের লন্ডন অফিসের বাইরে একই রকম বিক্ষোভ করেন তারা।

ভারত দখলীকৃত কাশ্মিরের পরিস্থিতি তুলে ধরা হয় বিক্ষোভে। এ সময় তাদের হাতে ছিল পোস্টার। মুখে ছিল ‘বিবিসি জেগে ওঠো’, ‘সিএনএন জেগে ওঠো’ স্লোগান। বেশ কিছু বিক্ষোভকারী বলেছেন, তাদের ট্যাক্সের অর্থ ব্যয় করা হচ্ছে বিবিসির পেছনে। অথচ দখলীকৃত কাশ্মির উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের বিষয় বড় করে ফুটিয়ে তোলা হচ্ছে না।

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের মাহবুব চৌধুরী বলেছেন, আমরা ট্যাক্স দিচ্ছি। দখলীকৃত কাশ্মিরে আমাদের প্রিয়জনদের সাথে কী ঘটছে তা আমাদের জানার অধিকার আছে। কিন্তু এ ইস্যুটি যেমন বিবিসি, তেমনি সিএনএন অবজ্ঞা করছে। অন্য একজন বিক্ষোভকারী বলেছেন, কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কারণে মিডিয়া তার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করছে না।

ইলফোর্ডে বসবাসকারী জাভেদ রশিদ বলেন, তারা কাশ্মির পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছে না। এই নির্যাতনের তথ্য জোরালোভাবে তুলে ধরতে তাদের দায়িত্ব আছে। ওদিকে বিবিসির একজন মুখপাত্র বলেছেন, কাশ্মির পরিস্থিতি নিয়ে তারা যথেষ্ট কাভারেজ দিয়েছেন। তিনি আরো বলেন, অন্য সম্প্রচারমাধ্যমগুলোর মতো আমাদেরও বেশ কিছু বিধিনিষেধ আছে। তা সত্ত্বেও আমরা পক্ষপাতিত্বহীন ও যথাযথভাবে রিপোর্ট অব্যাহত রাখব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877