শনিবার, ০১ Jun ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়া ছাড়া কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না: মির্জা আব্বাস দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা, চলবে যত দিন ‘অল আয়েস অন রাফা’ : বিশ্বজুড়ে যা প্রায় ৫০ মিলিয়ন লোক শেয়ার করছে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি : রিজভী রোহিঙ্গাদের নিয়ে করা আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : মোমেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয় : ওবায়দুল কাদের রাত ১২টায় বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে আটকা হাজার হাজার কর্মী
প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘অবাক হননি’ বাইডেন

প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘অবাক হননি’ বাইডেন

Democratic U.S. presidential candidate and former Vice President Joe Biden arrives to speak about modernizing infrastructure and his plans for tackling climate change during a campaign event in Wilmington, Delaware, U.S., July 14, 2020. REUTERS/Leah Millis

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যু নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুর সংবাদে তিনি অবাক হননি। তিনি বলেন,‘আমি সঠিক জানি না আসলে কী হয়েছে। তবে আমি অবাক হইনি।’

বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের উপপ্রধানও।

ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিতভাবে প্রিগোজিনের মৃত্যুর খবর জানানো হয়নি।

বুধবার যুক্তরাষ্ট্রে লেক তাহোয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর সাংবাদিকদের বাইডেন বলেন, ‘রাশিয়ায় এমন কিছু হয় না, যার পেছনে ভ্লাদিমির পুতিনের হাত নেই। তবে এবারের ঘটনা সম্পর্কে আমি খুব বেশি জানি না। ফলে পুতিনের সাবেক এই ক্ষমতাশালী সহযোগীর কী হয়েছে তা আমি বলতে পারছি না।’

গত মাসে হেলসিংকিতে প্রিগোজিনকে দুষ্টুমির ছলে বাইডেন সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তার জায়গায় (প্রিগোজিন) হলে কিছু খেতে গেলেও সতর্ক থাকতাম। সবসময় বুঝে শুনে খেতাম।’

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসনও জানিয়েছেন, প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877