বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা

দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা

স্বদেশ ডেস্ক:

তরুণীদের বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে একটি নারীপাচার চক্রের প্রধানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন ইতি বেগম (৩৬) ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ (৩০)। আজ শুক্রবার বিকেলে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) মো. শামীম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের কিশোরী-তরুণীদের দুবাইয়ে বিভিন্ন রেস্টুরেন্টে ও বাসা-বাড়িতে উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখাত। থাকা-খাওয়া ফ্রিসহ নানা সুযোগের ফাঁদে পড়ে এসব তরুণী দুবাই যেতে রাজি হন। এরপর সেখানে দুবাই প্রবাসী শিউলী বেগমের (ইতি বেগমের বোন) কাছে পাঠানো হয় তাদের। শিউলী বেগম দুবাইয়ে এয়ারপোর্ট থেকে তাদের রিসিভ করে নিয়ে যান। এরপর সহযোগীদের নিয়ে এসব নারীদের ওপর নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে বন্দর-বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চক্রের প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই। পাচারের শিকার হওয়া নারীরা এ সময় নির্যাতনের কথা স্বীকার করলে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। এ ছাড়া দেশে অবস্থানরত পাচার করা নারীর পরিবারকেও ভয় দেখানো হতো।’

র‍্যাব জানায়, গত ৮ মার্চ চক্রটি বন্দর থানার ঝাউতলা এলাকার এক নারীকে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে দুবাই পাচার করে চক্রটি। সেখানে পৌঁছে কথা অনুযায়ী কাজ পাননি ওই নারী। উল্টো তাকে নির্যাতনের মাধ্যমে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। ভুক্তভোগী নারী তার পরিবারকে বিষয়টি জানান।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877