রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
পদযাত্রায় অংশ নিতে নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

পদযাত্রায় অংশ নিতে নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

স্বদেশ ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকেল ৩টায় এ যাত্রা শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা করছে দলটি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে নয়া পল্টনে। এ সময় খালেদা জিয়ার মুক্তির নানা স্লোগান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

এ পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপরি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নিবেন।

জানা গেছে, পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877