স্বদেশ ডেস্ক:
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামছে ব্রাজিল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলবে তারা। লড়াই করবে বলিভিয়া ও পেরুর বিপক্ষে। ম্যাচ দুটোকে সামনে রেখে ইতোমধ্যে দলও ঘোষণা করেছে সিবিএফ। ২৩ সদস্যের দলে আছেন চোট কাটিয়ে ফেরা নেইমারও।
অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল দল। ফ্লুমিন্সের এই কোচের এটাই হতে যাচ্ছে প্রথম পরীক্ষা। যেখানে ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর ৪ দিন পর ১২ সেপ্টেম্বর সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।
ঘোষিত ব্রাজিল দল-
গোলকিপার : আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো)
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার : ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড : নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি (ম্যানচেষ্টার ইউনাইটেড), ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।