স্পোর্টস ডেস্ক:
তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল শেষে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ঢাকা ত্যাগ করবেন সাকিব আল হাসান। আগামীকাল আমেরিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবের।
সিপিএল খেলতে সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন, ‘সিপিএল খেলার জন্য তাকে এনওসি দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব দেশে ফিরবে।’
বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে সিপিএল মাতাবেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপ থেকেই দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঘরের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথমে নিজেকে খুঁজে না পেলেও গ্রুপপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন।