স্বদেশ ডেস্ক:
আলজেরিয়ার প্রভাবশালী আলেম শায়খ মোহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সময় গত বুধবার ১০৬ বছর বয়সে তিনি মারা যান। এরপর ওই দিন জোহরের নামাজের পর রাজধানী আলজেয়ার্সের বেনি মেসাসে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শায়খ মোহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ছিলেন ফরাসি উপনিবেশবিরোধী বিপ্লবের অন্যতম নেতা ও আলজেরিয়ান ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান।
একনজরে শায়খ আত-তাহির
শায়খ মোহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ১৯১৭ সালে আলজেরিয়ার বেজাইয়া প্রদেশের তামাকরাহ এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি তার দাদা শায়খ ইয়াহইয়া আইদালির তত্ত্বাবধানে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন। এরপর সাইয়িদি আহমদ বিন ইয়াহইয়াহ উমালুর কাছে প্রাথমিক পড়াশোনা করেন। কনস্টানটিনোপলের কাছে বালাহমালাবির খানকা ও শায়খ ইবনে বাদিসের উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য, ফিকাহ, তাফসিরসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে পড়েন।
এরপর ফরাসি উপনিবেশবিরোধী মুক্তি আন্দোলনে যোগ দেন তিনি। সশস্ত্র সংগ্রামে যুক্ত হওয়ার পর তিনি মুক্তি বাহিনীর বিচারক পদে নিযুক্ত হন। ১৯৫৭ সালে আলজাত নিজ দেশের মুক্তি সংগ্রামের সমর্থন জোগাড় করতে লিবিয়ার ত্রিপোলিতে যান। সেখানে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফিসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর তিনি নিজ দেশে ফিরে আসেন এবং রাজধানী আলজেয়ার্সে শিক্ষকতা শুরু করেন।
ইসলামের প্রচার-প্রসার, মালেকি ফিকহের চর্চা ও বিস্তারের পাশাপাশি তিনি আমৃত্যু জাতীয় ফতোয়া কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মহান এই মনীষীর মৃত্যুতে বিশ্বের ইসলামী ব্যক্তিত্বরা গভীর শোক জানিয়েছেন। আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শায়খ মোহাম্মদ আত-তাহির আয়াত আলজাত ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন আলজেরিয়ার জাতীয় চাঁদ দেখা ও ইসলামী সময় নির্ধারণকারী মন্ত্রী পর্যায়ের কমিটির প্রধান। মহান আল্লাহ তার ওপর অনুগ্রহ করুন এবং তাকে তার প্রশস্ত জান্নাতের অধিবাসী করুন।
সূত্র : আল-জাজিরা মুবাশির ও ইয়াউম সেভেন ডটকম