স্বদেশ ডেস্ক:
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়ন দেয়া হয়েছে।
শুক্রবার (৯ জুন) গণভবনে দলটির সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি জানিয়েছেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, সভায় ৯টি পৌরসভা ও ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বিএনপির সাথে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সংলাপ নিয়ে আশার আলো এখনো না নিভলেও আপাতত বিএনপির সাথে সংলাপের সম্ভাবনা নেই।
এর আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে গত ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এ সময় ২২ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আলী আরাফাত বাদে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা হলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো: মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো: নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার, কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো: আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান।
আরো রয়েছেন- বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির (প্রস্তাবিত) তাহসিন মাহবুব, সাংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: নাছির, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম, নায়ক ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান ও সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড্যানি সিডাক।
উল্লেখ্য, গত ১৫ মে ৭৫ বছর বয়সে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের মৃত্যু হলে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংসদের কোনো আসন শূন্য হলে এর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।
এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি, যাতে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন ঠিক করা হয়।