শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

বগুড়ায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

বগুড়ায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

স্বদেশ ডেস্ক:

বগুড়া-নওগাঁ মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলায়েএ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আবু বকর সিদ্দিক (১০) আদমদিঘি উপজেলার ডালম্বা বসতিপাড়ার শামীম মিয়ার ছেলে ও স্থানীয় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

আদমদিঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, সকাল সাড়ে ৮টায় ডালম্বা বসতিপাড়া বটতলী নামক স্থানে আবু বকর রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে পরিবারকে দিয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877