স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শুক্রবার আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার থেকেই সৌদিতে আরব লিগের শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এ সম্মেলনে জেলেনস্কি যোগ দেবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।শুক্রবার এক টুইট বার্তায় জেলেনস্কি লিখেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদারে সৌদি আরবে আমার প্রথম সফর।
জেলেনস্কি আরও বলেছেন, তিনি ক্রিমিয়া এবং অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলে রাজনৈতিক বন্দি, জনগণের প্রত্যাবর্তন, শান্তি সূত্র ও শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
ইউক্রেনের এ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং আমরা আমাদের সহযোগিতাকে একটি নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে যোগদান ছাড়াও জেলেনস্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দেশটির বিভিন্ন আরও নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।