স্বদেশ ডেস্ক:
জামান পার্কে অবস্থিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসভবন তল্লাশির অনুমোদন পেয়েছে পুলিশ।
শুক্রবার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ জানায়, এরই মধ্যে পিটিআইয়ের লিগ্যাল টিম লাহোর পুলিশকে ইমরানের বাসভবন তল্লাশির অনুমোদন দিয়েছে।
পিটিআই লিগ্যাল টিম সার্চ ওয়ারেন্ট দেখার পর পুলিশকে ইমরান খানের বাড়ি তল্লাশির অনুমোদন দেয়।
লাহোর পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় এসপি পদমর্যাদার একজন অফিসারের পাশাপাশি নারী পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থাকবেন।
পুলিশ জানিয়েছে যে, ইমরান খানের বাড়ির ভেতরে এবং বাইরে দু’জায়গাতেই তল্লাশি অভিযান চালানো হবে।
পুলিশ আরো জানায়, এই অভিযানের সময় লাহোর ডিভিশনের কমিশনারও উপস্থিত থাকবেন।
জানা গেছে, গত ৯ মে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে আলোচনা করতে ইমরান খানের বাসভবনে যাচ্ছে সরকারি একটি দল। ওই দলের নেতৃত্ব দেবেন কমিশনার।
অভিযান শেষে সরকারি টিম পিটিআইয়ের নেতাদের সাথে আলোচনায় বসবেন বলে জানা গেছে। অভিযানে অন্তত ৪০০ পুলিশ সদস্য অংশ নেয়ার কথা রয়েছে।
এদিকে জামান পার্কের বাসভবনে পুলিশি অভিযানকে কেন্দ্র করে এরই মধ্যে লাহোরে পৌঁছেছে পিটিআইয়ের লিগ্যাল টিম।
অপরদিকে, অভিযানকে ঘিরে মল রোড ও ধর্মপুরার ক্যানাল রোড বন্ধ করে দিয়েছে পুলিশ। একইসাথে জামান পার্কে প্রবেশের সব সড়ক আজও বন্ধ রেখেছে সংস্থাটি। বর্তমানে ধর্মপুরা নদীর সেতুর ওপর পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ