স্বদেশ ডেস্ক:
ইউক্রেন সোমবার ফ্রন্টলাইন শহর বাখমুতের কাছাকাছি এলাকায় তাদের সৈন্যদের লড়াইয়ের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ লড়াইয়ের দৃশ্য ছিল দীর্ঘতম ও ভয়ঙ্কর।
ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেন, বাখমুত রক্ষার অভিযানে বাখমুতের দিকে আমাদের সৈন্যদের এ অগ্রগতি ছিল আক্রমণাত্মক অভিযানের প্রথম সাফল্য।
সূত্র : বাসস