স্বদেশ ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, আগামী ১০ বছরের জন্য তাকে কারাগারে বন্দি রাখার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, লন্ডন পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রকাশ্যে চলে এসেছে। গ্রেফতার-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনার উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলার পরিকল্পনা করা হয়েছে।
সোমবার পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, ইমরান খান বলেছেন, তার স্ত্রী বুশরা বেগমকেও বন্দি করে অসম্মানের পায়তারা চলছে।
তিনি আরো বলেন, আমি জেলে থাকাকালীন সহিংসতার অজুহাতে তারা (সরকার পক্ষ) বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের বাইরে জেইউআই-এফ-এর এই নাটক শুধুমাত্র একটি উদ্দেশে করা হচ্ছে আর তা হলো- পাকিস্তানের প্রধান বিচারপতিকে ভয় দেখানো, যেন তিনি সংবিধান অনুযায়ী রায় না দেন।
এ সময় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।
সূত্র : জিও নিউজ, ডন ও অন্যান্য