স্বদেশ ডেস্ক:
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আইরিশদের চেপে ধরেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তুলে নিয়েছে জোড়া উইকেট। ফিরেছেন ভয়ংকর হতে থাকা পল স্টার্লিং ও অধিনায়ক এন্ড্রি বালবির্নি।
৩.৩ ওভারে দলীয় ২২ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। আক্রমণাত্মক মেজাজে রান আনতে শুরু করা পল স্টার্লিংকে ফেরান শরিফুল ইসলাম।
আর ইনিংসের পঞ্চম ওভারে হাসান মাহমুদ ভাঙেন তিন নম্বরে নামা বালবির্নির উইকেট। ৯ বলে ৫ রান করেন এই ব্যাটার। ২৭ রানে ২ উইকেট হারায় আয়ারল্যান্ড।
আরেক ওপেনার স্টিফেন ডুহানি ও হ্যারও টেক্টর মিলে ইনিংসের হাল ধরে আছেন এই মুহূর্তে। দলের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪৩।
মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের ৬১ রানের সুবাদে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। ফলে ২৪৭ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে আয়ারল্যান্ড।