স্বদেশ ডেস্ক:
ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কূটনৈতিক শিষ্টাচারকেও ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই অভিযোগ করেন। সম্মিলিত ছাত্র যুব ফোরাম এই স্মরণসভার আয়োজন করে।
ফোরামের নেতা নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, হামিদুর রহমান হামিদ, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি, যুবদলের ইসহাক সরকার প্রমুখ।
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া, তাকে মুক্তি না দেওয়া ভোটচুরি প্রকল্পের অংশ। প্রতিদিন ভোট চুরির কাজ চলছে। আমাদের নেতাদের জামিন বাতিল করে জেলে ঢুকানো হচ্ছে।
তিনি আরও বলেন,সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভোটচুরির মূলপ্রকল্প পঞ্চদশ সংশোধনী রেখে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া যাবে না।