স্বদেশ ডেস্ক:
রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির এক রিপোর্টারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কুদরত-ই খুদা হৃদয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলাবাগান থানার লেক সার্কাসের ৯৫ নম্বর বাড়ির আটতলা বাড়ির চিলেকোঠা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম সজীব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, ওই বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।