মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কলকাতা ও গৌহাটিতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, ফাইনাল আহমেদাবাদে

কলকাতা ও গৌহাটিতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, ফাইনাল আহমেদাবাদে

স্বদেশ ডেস্ক:

বিশ্ব ক্রিকেটের খেলা শুরু হবার আর মাত্র মাস চারেক বাকি। তবে এখনো বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আয়োজক দেশ ভারত।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অধিকাংশ ম্যাচ গৌহাটি আর কলকাতার মাঠে গড়াবে বলে দাবি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রতিবেশী দেশ বিধায় বাংলাদেশের দর্শকদের কথা মাথায় রেখেছে ভারত ক্রিকেট। বাংলাদেশ থেকে কম দূরত্বের ভেন্যু কলকাতা ও গৌহাটিকে বিবেচনা করা হচ্ছে টাইগারদের ভেন্যু হিসেবে। এমনটাই জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

শুধু বাংলাদেশ নয়, জানা গেছে পাকিস্তানের সম্ভাব্য ভেন্যুর নাম। বাবর আজমরা তাদের ম্যাচগুলো খেলবে চেন্নাই এবং বেঙ্গালুরুতে। মূলত বাড়তি নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তানের ম্যাচগুলো এই দুই ভেন্যুতে রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

উল্লেখিত ওই চারটি মাঠ ছাড়াও আরো ১০টি ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ এবং অনুশীলন ক্যাম্প রাখার চিন্তা আছে বিশ্বকাপ আয়োজকদের। বিশ্বকাপের আগে এই স্টেডিয়ামগুলো উন্নতকরণে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ৫০০ কোটি রুপির বেশি খরচ করছে বলে জানা গেছে।

সম্ভাব্য ভেন্যুগুলো হচ্ছে নাগপুর, ত্রিবানড্রাম, মুম্বাই, দিল্লি, লখনৌ, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর এবং ধর্মশালা। টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে আহমেদাবাদকে। এছাড়া ভারত-পাকিস্তান মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটিও অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877