রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত

স্বদেশ ডেস্ক:

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দেশটির শতাধিক পুলিশ আহত হয়েছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ এ বিক্ষোভ করে। অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও গুটি কয়েক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবিসি’র এক প্রতিবেদনে জানা গেছে, কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘পেনশন বিল সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ হয়েছে। এত কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ফ্রান্সে এক সঙ্গে এত বেশি পুলিশ কর্মকর্তাদের আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।’

এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। এক টুইট বার্তা তিনি বলেন, ‘এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত।’ তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন তিনি।

বিবিসি বলছে, ফ্রান্সে সরকারি পেনশনের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছরে উন্নীত করার বিষয়ে সাম্প্রতিক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই বিক্ষোভ আয়োজন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877