স্বদেশ ডেস্ক:
তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। ভারতের বিহারের গায়া জেলার মাগরা অঞ্চলে ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ সুপার হিমাংশু বলেন, মালতি দেবী নামের এক নারী এবং তার তিন সন্তানের লাশ গায়ার মাগরা পুলিশ স্টেশন এলাকায় গতকাল শনিবার পাওয়া গেছে।
হিমাংশু জানান, মালতি প্রথমে তার সন্তানদের ফাঁসিতে ঝোলান এবং এরপর তিনিও আত্মহত্যা করেন।
হিমাংশু আরও বলেন, পুলিশ ঘটনা রেকর্ড করেছে এবং লাশগুলো ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যানুযায়ী, ওই নারীর স্বামী তাদের অত্যাচার করতো বলে অভিযোগ পাওয়া গেছে।
তদন্তের জন্য পুলিশ মালতি দেবীর স্বামীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে দেশটির মধ্য প্রদেশে রাজ্যে আরেক নারী আত্মহত্যা করেছেন। অভিযোগ, ওই নারীর স্বামী তাকে পার্লারে যেতে না দেওয়ায় তিনি আত্মহত্যা করেন।