বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের প্লট দুর্নীতির মামলা চলবে

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের প্লট দুর্নীতির মামলা চলবে

স্বদেশ ডেস্ক:

ভোলা-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দুদকের করা প্লট দুর্নীতির মামলা বাতিল চেয়ে আনা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রোববার এ রায় দেন।

একইসাথে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো: খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। রিভিশনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সাব্বির হামজা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট নেয়ার দুর্নীতি মামলা বাতিলে রিভিশন আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে এই মামলা চলবে। পাশাপাশি আগে দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।

আমিন উদ্দিন মানিক আরো জানান, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য থাকাকালীন রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি সরকারি প্লট গ্রহণ করেন হাফিজ ইব্রাহিম। এতে তিনি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেন। মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয়ার কারণে দুদক ২০১৭ সালের ১৩ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করে। পরে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত এই মামলায় অভিযোগ গঠন করেন। সেই অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে হাইকোর্ট ২০১৯ সালের ১৬ এপ্রিল রুল জারি করেছিলেন। সেই রুল আজ খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877