স্বদেশ ডেস্ক:
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত যুবলীগ নেতার নাম সেলিম মাতুব্বর (৩৫)। তিনি জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক। শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত যুবলীগ নেতা সেলিম মাতুব্বর উপজেলার উমেদপুর ইউনিয়নের লাল মিয়া মাতুব্বরের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়ে যুবলীগ নেতা সেলিম শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই সেলিমকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেয়া হয়। একপর্যায়ে সেখানে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়।