রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
খার্তুম থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী

খার্তুম থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী

স্বদেশ ডেস্ক:

দুই বাহিনীর সঙ্ঘাতে অস্থিতিশীল হয়ে ওঠা সুদানের রাজধানী খার্তুম থেকে আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রোববার তাদের সরিয়ে নেয়া হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে তিনটি চিনুক হেলিকপ্টার খার্তুমে মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে। পরে সেখান থেকে ১০০ জনের মতো মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।

এদিকে দেশটি থেকে নিজ দেশের নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেয়ার কাজ শুরুর ঘোষণা দিয়েছে ফ্রান্স। সুদানের সামরিক বাহিনী ও তাদের বিরোধী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলেছে, ফরাসি দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত গাড়িবহর আক্রান্ত হয়েছে।

পরে ফরাসি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দূতাবাসে ফিরে যান। আর এই হামলার জন্য পরস্পরকে দায়ী করছে সুদানের দুই বাহিনী।

হামলায় ফরাসি এক নাগরিক আহত হয়েছেন। তবে ফরাসি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে সুদানের রাজধানী খার্তুমে দেশটির দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সহিংসতা শুরু হয়।

ক্ষমতার এই লড়াইয়ে দুই বাহিনীই দেশটির রাজধানীতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এতে শত শত মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আজ আমার আদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে।

মার্কিন সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস বলেন, মার্কিন নেভি সিল ও সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ১০০ জনেরও বেশি সৈন্য জিবুতি থেকে ইথিওপিয়া এবং পরে সুদানে পৌঁছায়। তারা এক ঘণ্টারও কম সময় খার্তুমে অবস্থান করছিলেন।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877