স্বদেশ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুম্বাইতে নিজের বাসভবন মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এসময় সাদা পোশাকে হাজির হয়েছিলেন কিং খান।
এনডিটিভি’র এক প্রতিবেদনে দেখা গেছে, হাসিমুখে শাহরুখ ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এসময় বরাবরের মত তার সঙ্গে ছিলো ছোট ছেলে আব্রাম খান।
বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ২০২৩ দারুণ কাটছে শাহরুখের। কারণ চার বছর পর পর্দায় ফিরেছেন ‘পাঠান’ সিনেমা নিয়ে। এসেই বাজিমাত করেছেন তিনি। সিনেমাটি ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।