স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশে আসন্ন ঈদ, অক্ষয় তৃতীয়া ও পরশুরাম জয়ন্তীর সময় যান চলাচলে বাধা সৃষ্টি করে, রাস্তায় এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান করার অনুমতি দেয়া যাবে না।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজ্যের সকল জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে যে সবাই যেন ধর্মীয় অনুষ্ঠানগুলো বাড়ির ভেতরেই পালন করে। কোনো ব্যক্তিকে রাস্তা অবরোধ করতে দেয়া যাবে না।
প্রিন্সিপাল সেক্রেটারি (হোম) সঞ্জয় প্রসাদ এবং পুলিশের বিশেষ মহাপরিচালক (এসডিজিপি) প্রশান্ত কুমার এই বিষয়ে সমস্ত ফিল্ড অফিসার যেমন এডিজি, ইন্সপেক্টর জেনারেল (আইজি), ডেপুটি আইজি, জেলা পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন।
প্রসাদ বলেছেন, সকল জেলা প্রসাশককে নিশ্চিত করতে হবে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো নির্ধারিত স্থানেই অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই সড়ক ও যান চলাচলে বাধা সৃষ্টি করে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। অতীতে, আমরা সঠিক যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে এটি করতে সক্ষম হয়েছি। এ বছরও আমাদের একই রকম প্রচেষ্টা থাকবে।
তিনি আরো বলেন, সকল জেলা প্রসাশককে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তথ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনগণের অনুভূতিতে আঘাত হানতে পারে কিংবা এমন ধর্মীয় মিছিলের অনুমতি দেয়া যাবে না, যার জন্য পূর্বানুমতি নেয়া হয়নি।
তিনি আরো বলেন, নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। ঈদ-উল-ফিতর, অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তী ২২ এপ্রিল একই দিনে উদযাপিত হতে পারে। বর্তমান পরিবেশের পরিপ্রেক্ষিতে পুলিশকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
বিশেষ ডিজিপি প্রশান্ত কুমার রাজ্যে আইনশৃঙ্খলা জোরদার করতে ঘন ঘন পুলিশ টহল দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমাদের সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখা উচিত। প্রতিটি গুরুত্বপূর্ণ ইভেন্টের ভিডিওগ্রাফি করতে হবে।
পুলিশের মহাপরিচালক আর কে বিশ্বকর্মা জোনাল, রেঞ্জ এবং জেলা প্রসাশকদের আসন্ন উত্সবগুলোর প্রস্তুতির পর্যালোচনাও করেছেন।
সূত্র : সিয়াসত ডেইলি